হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে অতিবৃষ্টিতে বিপাকে পড়া মানুষের মাঝে শুকনো খাবারের ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
২৬ আগষ্ট সোমবার বিকেলে বাড়ি বাড়ি পৌছে এই ত্রাণ বিতরণ করা হয়। এদিন হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর, আহম্মদপুর ও সবতারা এলাকায় পানি বন্ধী কয়েকটি পরিবারের মাঝে হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশক্রমে এই ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে হাজীগঞ্জ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম ফয়সাল ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার বলেন, দুর্দিনে বিপাকে পড়া মানুষের সেবায় সব সময় ছাত্রদল মাঠে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যাতে এই মহৎ কার্যক্রম সবসময় চালিয়ে যেতে পারি সেজন্য সবার দোয়া চাই।