হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে দখলকৃত সম্পত্তি আদালতের নির্দেশে মূল মালিক’কে সম্পত্তি লাল নিশানার মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলার ১নং রাজারগাঁও বাজারে ২৪বছর পর সম্পত্তি বুঝে পেয়ে খুশি ভুক্তভোগী মিজানুর রহমান।
সরেজমিনে দেখাগেছে, চাঁদপুর বিজ্ঞ আদালতের নির্দেশে সিভিল কোর্ট কমিশনার মাহবুবুর রহমান সীমানা নির্ধারণ করে মুল মালিক’কে বুঝিয়ে দিতে এসে অভিযুক্ত আমিন হোসেন মোল্লা গংদের তোপের মুখে পড়তে হয়েছে।
কোর্টের রায়ে না মানতে না চাওয়ায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে কোর্টের রায় মেনে নিলেও মানবিক দিক বিবেচনা করে দখলকৃত সম্পত্তির উপর দোকান ঘরের মালমাল সরিয়ে নিতে দু’ই দিনের সময় বেঁধে দেয়।
এবং দখলে থাকা প্রস্থ ৯ফিট দৈর্ঘ্য ২৪পয়েন্ট সম্পত্তিতে লাল কাপড়ের নিশানা উড়িয়ে প্রকৃত মালিক মিজানুর রহমান গংদের বুঝিয়ে দেয়া হয়।
জানাগেছে, ১৯১৮ ও ৮৩সালে মিজানুর রহমান গং দু’ইবারে ১৮শতক সম্পত্তি ক্রয় করেন আমির হোসেন মোল্লা গংদের কাছ থেকে।
এর মধ্যে ৯শতক সম্পত্তি বেদখলে চলে যায়। ক্রয়কৃত সম্পত্তি বুঝে পেতে ২০০০সালে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘ ২৪বছর পর আদালতের রায়ের দখলকৃত সম্পত্তির মালিকানা ফিরে পায়।
সিভিল কোর্ট কমিশনার মাহবুবুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে রায় বাস্তবায়ন করার লক্ষে প্রকৃত মালিক মিজানুর রহমানের সম্পত্তি লাল নীশানার মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন কেউ যদি পরবর্তীতে ঝামেলা করে সে দায়ভার তাকেই নিতে হবে।