সুজন দাসঃ মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও কর্তৃক দু’শ লোককে ফ্রী চিকিৎসা সেবা ও খাবার পরিবেশন করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার হাজীগঞ্জের ১০নং গন্ধব্যপুর ইউনিয়নে আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও খাবার পরিবেশন করা হয়। এদিনে আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক মোঃ গোলাম সরোয়ারের নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপী রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপসহ অন্যান্য চিকিৎসা সেবা দেন। এরপর প্রায় দুই শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা দেয়া শেষে তাদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে আগত এলাকার সুবিধাভোগী রিপন,সুজন, কাউসারসহ অন্যরা বলেন, আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মরত চিকিৎসকগণ আমাদের দীর্ঘদিন যাবৎ আন্তরিকতারসহিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং এই চিকিৎসা সেবা পেয়ে আমরা দারুণ খুশি। তার ওপর এবারে খাবার পরিবেশন করায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক আশা রিজিওনাল ম্যানেজার মো: মনির হোসেন,বিশেষ অতিথি আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পালসহ স্থানীয় জনপ্রতিনিধি, ঈমাম, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।