... বিস্তারিত
হাজীগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে মেয়র ও সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের মতবিনিময়
সজল চন্দ্র দাসঃ চাঁদপুরের হাজীগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ পৌরসভাধীন ১১টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
২১শে অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় পৌর সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে এবং পৌরসভার পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদানের চেক ও পূজা মন্ডপস্থলের জন্য শুভেচ্ছা ব্যানার প্রদান করেন পৌর মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন।
এ সময় সভাপতির বক্তব্যে পৌর মেয়র বলেন, করোনভাইরাসের বিস্তার ও প্রতিরোধে পূজামন্ডপে আসা হিন্দু ধর্মালম্বী ও মন্দিরের ভক্তবৃন্দের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ২৬টি নির্দেশনা মেনে চলতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব পালনে পৌরসভার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।এমনটি বলেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পৌর সচিব মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আব্দুল মালেক, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদান বনিক ও সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, পূজা উদযাপন এর মূখ্য সচিব সাংবাদিক সুজন দাস।
পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে থেকে বক্তব্য রাখেন, লিটন পাল, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও দি বিবেকানন্দ বিদ্যাপীঠ পূজা মন্ডপের নিহার রঞ্জন হালদার মিলন, শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ার ত্রিনয়নি সংঘের দুলাল চন্দ্র দাস, সার্বজনিন দূর্গা মন্দির ও পূজামন্ডপ জমিদার বাড়ির প্রিয়লাল দেবনাথ, বলাখাল চৌধুরী বাড়ি পূজাম›ডপের সুখেন্দ্র রায় চৌধুরী সুন্টি প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভাধীন ১১টি পূজামন্ডপের কমিটির নেতৃবৃন্দসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, পৌর কাউন্সিলর হাবীবুর রহমান, রিটন চন্দ্র সাহা, এমরান মুন্সী, কাজী মিরন, কাজলী রানী সরকার, জোহরা বেগমসহ ভিবিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, হাজীগঞ্জ পৌর সভায় মোট ১১ টি পুজা মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সভায় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষ থেকে মেয়র আর্থিক অনুদানের চেক হস্তান্তর ও মেয়রের পক্ষ থেকে দূর্গাপুজার ব্যানার বিতরন করা হয়।
এদিকে সভায় মেয়র আসম মাহবুব উল আলম লিপন সরকারের দেয়া নির্দেশনা পড়ে শুনান এবং স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার পরামর্শ প্রদান করেন। এবার হাজীগঞ্জে মোট ২৭ টি পুজা মন্ডপে দূর্গপুজা অনুষ্ঠিত হবে।
