... বিস্তারিত
হাজীগঞ্জে পুকুর থেকে আ’লীগ নেতার ছেলে বাপ্পির লাশ উদ্ধার
সুুুজন দাসঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম মিয়ার বড় ছেলে বাপ্পি মজুমদারের(৩২) লাশ পুকুর হতে উদ্ধার করেছে পুলিশ। মৃত বাপ্পীর স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
২২শে ফেব্রুয়ারী সোমবার হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া সোলেমান বেপারী বাড়ির পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
এ ব্যপারে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, পরিবার থেকে বলা হয়েছে গত ১৯শে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার পর বাপ্পী বাসা থেকে বের হয়েছিলো। তারপর সে জিয়ানগর এলাকায় যায়। সেখানে তার মুঠোফোনটি বন্ধ হয়ে গেলে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে পরদিন শনিবার সকালে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে মৃত বাপ্পীর পরিবার।
এ ব্যপারে মৃত বাপ্পীর বাবা মো. সেলিম মিয়া জানান, আমার জানা মতে আমার কোন শত্রু নাই। কারো সাথে বিরোধও নাই। তবুও কে বা কারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করছি।
এ ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা হোসেন বেপারি জানান, সোমবার সকালে এলাকাবাসী মৃতদেহ পুকুরে ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ বাপ্পির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। আমরা দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচনের দাবী জানাচ্ছি।