সুজন দাসঃ চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তুপে পুতে রাখা আরমান( ১৫) নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। আরমান পৌরসভার মক্কিমাবাদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গত 8 দিন আগে মিশুকসহ সে নিখোঁজ হয়েছিলো।
সোমবার বিকালে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচ থেকে এ লাশে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় হোসেন বেপারী বলেন, বালুর স্তুপের নীচে আরমান হোসেনের মৃতদেহ পুঁতে রাখার খবর এলাকাবাসী পুলিশকে জানায়। এর আগে আরমান নিখোঁজের ঘটনায় থানায় জিডিও করেছিলো ওর পরিবার। পরে নিখোঁজের ৮ দিন পর তার লাশ বালিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করলো পুলিশ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, বালুর নীচে কে বা কারা ওই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।