হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জের মাতৈন সাকিন এলাকার বাশ ঝার হতে হাত পা বাধা গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধারকৃত মোঃ কামরুলের(৩৫) ঝুলন্ত লাশের ঘটনায় সুজন সরদার নামে এক আসামীকে আটক করেছে পিবিআই।
৫ জুলাই বুধবার ‘হিলশা নিউজ’-কে আটকের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ।
তথ্য মতে, গেলো ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারী মাতৈন সাকিনের সরদার বাড়ী এলাকার বাশ ঝাড় থেকে উদ্ধার হয় মোঃ কামরুলের লাশ। তখন ঐ লাশটি হাত পা বাধা অবস্থায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বাশের সাথে জুলানো অবস্থায় পায় পুলিশ। পরে এটি পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে হাজীগঞ্জ থানায় মামলা করেন নিহতের ভাই। মামলা নং-১৪। আর ঐ ঘটনায় থানা পুলিশ না পারলেও এতো দিন পরে হলেও ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বজন সুজন সরদারকে আটক করে পিবিআই। সে পূর্ব মাতৈন সরদার বাড়ীর মৃত সিরাজুল ইসলাম সরদার ও মুকছুদা বেগম দম্পত্তির ছেলে।
এ বিষয়ে পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ ‘হিলশা নিউজ’-কে বলেন, মূলত কামরুল ও সুজন চাচাতো জেঠাতো ভাই। আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঐ ঘটনার পরই পলাতক থাকা সুজনকে আটক করতে সক্ষম হই। মূলত জমি সংক্রান্ত বিরোধে কথাকাটাকাটি হওয়ায় ক্ষীপ্ত হয়ে পরিকল্পিতভাবে সুজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পারছি। এতে সুজনের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আসামীকে ৫ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।