হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে বেল লাইফ স্টাইল লিমিটেডের শোরুম থেকে শার্ট কিনে প্রতারিহ হয়েছেন জানিয়ে ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এক যুবক।
১৮ জুন রোববার এই অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
অভিযোগ দাতা রিয়াজ শাওন বলেন, হকার্স মার্কেটের বেল লাইফ-স্টাইল লিমিটেডের শোরুম থেকে ১৫৯০ টাকা মূল্যের একটি শার্ট ১০% ডিসকাউন্টে ১৪৩০ টাকা দিয়ে কিনি। কেনার সময় শার্টের রঙ নীল ও সবুুজ রঙের সংমিশ্রণে প্রিন্টের ডিজাইন ছিলো। পরবর্তীতে গেলো দেড় মাসে ১০/১২ দিন শার্টটা গায়ে দেয়ার পর এটি ৪/৫ বার ধোঁয়া হয়। আর এতেই শার্টের রং উঠে পুরো বিকৃত হয়ে পড়ার অনুপযোগী হয়। এখানে ব্রান্ডের নামে নিম্ন মানের পোশাক বিক্রিতে আমি প্রতারিত হওয়ায় সুবিচার পেতে এই অভিযোগ দেই।
এ বিষয়ে বেল লাইফ-স্টাইল লিমিটেডের শোরুমের ম্যানেজার রিয়াদ বলেন, আমাদের শার্ট এমন হওয়ার কথা না। তাকে শার্ট আনতে বলেছি। আমরা উর্ধতনের সাথে কথা বলে কিছু করতে পারি কি না দেখবো।
এদিকে বেল লাইফ-স্টাইল লিমিটেডের এরিয়া ম্যানেজার আরাফাত বলেন, আমরা অনেক শার্ট তৈরি করি। এরমাঝে ২/৪টা শার্ট খারাপ হতেই পারে। এটা স্বাভাবিক।
অভিযোগের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এখন এটি আমরা তদন্ত করে খতিয়ে দেখবো।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে হাজিগঞ্জ বাজারস্থ পোশাক ব্র্যান্ড বেলের শোরুম থেকে এই শার্টটি কেনা হয়।