হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক অপশক্তির দ্বারা ক্ষতিগ্রস্থ সনাতনী পরিবারসহ মৃত ব্যাক্তির পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
২৯শে অক্টোবর শুক্রবার দুপুরে হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা এবং আন্তঃধর্মীয় সংলাপ নামের পৃথক ২টি অনুষ্ঠানে এ অনুদানের এই অর্থ তুলে দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২ ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্থদের ভাগ করে এই আর্থিক অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি ৯ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং মাঝারি ক্ষতি সম্পন্ন ৯ জনকে ২৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৬ লক্ষ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও মানিক সাহা এবং শ্রমিক বাবুল নামের ২ মৃত ব্যাক্তিকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের নগদ অর্থ হিসাবে ৫০ হাজার টাকা করে দুইজন মৃত ব্যক্তিকে আরো ১ লক্ষ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
নগদ এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে করছে। হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে। এটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত চলছে। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা মনে করি অশুভ শক্তির চেয়ে এখানে শুভ শক্তির মানুষের সংখা বেশি। তাই আমরা অশুভ অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। যেভাবে আমরা অসম্প্রদায়িক দেশ গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম। তাই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করছি।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী প্রমূখ।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিবাবে আরও উপস্থিত ছিলেন শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, অতিরিক্ত সচিব মো. মমিন হাসান, একে এম শাহাজান কামাল এমপি, রুবিনা আক্তার মিরা এমপি, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, আমেনা নুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আহমদ জামান,হাজীগঞ্জ ইউএনও মোমেনা আক্তার প্রমূখ।