মজিবুর রহমানঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুমিল্লা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে চক্ষু শিবির এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষেরা।
১৯ শে জুন ( সোমবার) কুমিল্লা সেনাবাহিনীর ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে সেবাপ্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।
কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আব্দুল হামিদ জানান,সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গত ১৪ই জুন হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে কুমিল্লা এরিয়ার বিভিন্ন এলাকায় তারা অবস্থান নিয়েছে। প্রতিবৎসর প্রতিটি সামরিক প্রশিক্ষণের সময় অসহায় পীড়িত দুঃস্থ মানুষের দ্বারগোড়ায় এসে বিনাখরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
তিনি আরো জানান, কুমিল্লা সেনানিবাসের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী এবং তার অধিনস্থ সকল মেডিকেল টিমের পরিচালনায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে দেড় হাজার দুঃস্থ, গরীব, অসহায়, পীড়িত মানুষের সেবাপ্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। চিকিৎসা সেবায় বয়স্কদের চোখের শক্তি পরীক্ষা নিরীক্ষা শেষে ওষুধের পাশাপাশি উপযুক্ত চোখের পাওয়ার সম্পন্ন চশমা বিনামূল্যে প্রদান করা হয়।
কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রাব্বি আহসান জানান, এ স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে থাকা, জনগণের জন্য কল্যাণকর কিছু করা।
ওইসময় উপস্থিত ছিলেন, অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী, ক্যাপ্টেন ইয়াসিন ও ক্যাপ্টেন তানহিয়াত।