স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুলে নিজ বসতঘরে ঢুকে হাত পা বেঁধে বালিশ চাপা দিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের স্বামী স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্ত।
৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয়রা মরা লাশের গন্ধের বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। তবে এই শ্বাসরোধ করে হত্যাকান্ড গত রাতেই করা হয়েছে বলে ধারণা পুলিশের।
জানা যায়, বড়কুলের সনাতনী হিন্দু সম্প্রদায়ের বৃদ্ধ স্বামী উত্তম বর্মণ (৬২) ও স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫) কে হাত পা বেঁধে এই হত্যাকান্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ। তিনি বলেন, পারিবারিক কলোহে স্বামী স্ত্রীর এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছি। তাদেরকে হাত পা বেধে বালিশ চাপা দিয়ে নিজের ঘরেই মেরে গেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছি।
শেয়ার করুন।