সুজন দাসঃ চাঁদপুরের হাজীগঞ্জে সৎ মা কুহিনুর বেগমের বিরুদ্ধে শিশু আহম্মেদ(০৩) কে মাটিতে পুতে রাখার অভিযোগ পাওয়া গেছে। কুহিনুর তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর গ্রামে শিশু আহম্মেদকে নিয়ে গিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে। শিশু আহম্মেদ হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চৌঁ ছৈয়াল বাড়ির হাফেজ মো. শাহমিরানের ছেলে। বর্তমানে তারা ঐ এলাকার সিদ্দিক হাজী বাড়িতে ভাড়া থাকেন।
২৯ আগস্ট সোমবার বিকালে এসব তথ্য জানিয়েছেন হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইব্রাহীম খলিল।
তিনি বলেন, শিশু আহম্মেদকে শনিবার থেকে খুঁজে না পাওয়ায় তার বাবা শাহ মিরান সম্ভ্যাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে সোমবার হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। পরে সকালে শিশু আহম্মেদের সৎ মা কহিনূর বেগম, কহিনুরের মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে সৎ মা কহিনুর শিশু আহম্মেদকে হত্যা করে তার বাবার বাড়িতে মাটিতে পুতে রাখে বলে স্বিকার করে।
তিনি আরও বলেন, ওই সৎ মা কহিনুরকে তার বাবার বাড়ি রামগঞ্জের দরবেশপুর উত্তর ইউনিয়নের দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে ওই সৎ মা কহিনুরকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। লাশ উদ্ধার উদ্ধারের পর কেন এমন ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত জানা যাবে।