সুজন দাসঃ চাঁদপুরের হাজীগঞ্জে মোট ১’শ ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী কোন শহীদ মিনার নেই। এর মধ্যে ১২৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ে এই শহীদ মিনার না থাকার তালিকায় রয়েছে। যদিও হাজীগঞ্জ উপজেলায় ১৫৭টি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩৪টি।
তথ্যটি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ চৌধুরী। তিনি জানান, হাজীগঞ্জ উপজেলার যে সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে তার মধ্যে ৩৪ টি প্রাথমিক বিদ্যালয় গুলো হচ্ছে দক্ষিণ পূর্ব রাজারগাঁও সপ্রাবি, নাসিরকোট সপ্রাবি, রাধাসার সপ্রাবি, ব্রাহ্মনগাও সপ্রাবি, রাজাপুর সপ্রাবি, কাপাইকাপ সপ্রাবি, সুহিলপুর সপ্রাবি, কাজিরগাঁও সপ্রাবি, বেতিয়াপাড়া সপ্রাবি, উচ্চংগা সপ্রাবি, বাড্ডা নুরুলহক সপ্রাবি, দ: অলিপুর সপ্রাবি, বলাখাল আরজি সপ্রাবি, ধেররা সপ্রাবি, হাজীগঞ্জ বালিকা সপ্রাবি, হাজীগঞ্জ মডেল সপ্রাবি, বড়কুল সপ্রাবি, দক্ষিণ বড়কুল সপ্রাবি, বড়কুল বালিকা সপ্রাবি, দিগচাইল সপ্রাবি, দক্ষিণ ধড্ডা সপ্রাবি, মধ্য ধড্ডা সপ্রাবি, দঃ পূঃ ধড্ডা সপ্রাবি, বলিয়া সপ্রাবি, এনায়েতপুর সপ্রাবি, মালিগাঁও সপ্রাবি, ডাটরা শিবপুর সপ্রাবি, পাঁচৈ সপ্রাবি, হোটনি সপ্রাবি, কাশেমপুর সপ্রাবি, দেওদ্রোন সপ্রাবি, নোয়াপাড়া সপ্রাবি। বাকি ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্থায়ী শহীদ মিনার নেই। তারা প্রতি বছর মাতৃভাষার দিবস ও বিভিন্ন দিবসে কলাগাছের সাহায্যে শহীদ মিনার তৈরি করে শহীদনের প্রতি শ্রদ্ধা জানায়।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফাফিজুর রহমান জানান, হাজীগঞ্জ উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৪টিতে শহীদ মিনার থাকলেও বাকি ১০টিতে এখনো শহীদ মিনার নির্মাণ হয়নি। তবে যে সমস্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে ধীরে ধীরে শহীদ মিনার নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।