হিলশা নিউজ রিপোর্টঃ সংঘাত-সংঘর্ষ ও সহিংসতার আতঙ্ক ঠেকাতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামীকাল চতুর্থধাপে চাঁদপুরের হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ১১ ইউপির মধ্যে ১০টি ইউপিতে ব্যালট এবং ১নং রাজারগাঁও ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১১টি ইউনিয়নে মোট কেন্দ্র সংখ্যা ১০৯টি। প্রত্যেক কেন্দ্রে ১৭জন আনসার সদস্য ও ৫জন পুলিশ সদস্য থাকবে। সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনি মালামাল পাঠানো হয়েছে। রবিবার সকালে প্রত্যেক কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান।
এদিকে এ ধাপের নির্বাচনকে ঘিরে উৎসব-আমেজের মধ্যে উৎকণ্ঠাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পোস্টার ছাঁটানো কেন্দ্র করে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
শুক্রবার মধ্য রাতে এসব নির্বাচনি এলাকায় প্রচারের সময় শেষ হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন ২ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এ ছাড়াও ১১জন নির্বাাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের ৫টি টিম, ৩ প্লাটুন বিজিবি, ৩০টি মোবাইল টিম, ৩টি স্ট্রাইকিং ফোর্সসহ আনসার ও ব্যাটালিয়ান আনসার বাহিনী। ভোটের পরেও তারা থাকবেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪০৪ জন এবং সংরতি নারী সদস্য পদে ৮৪ জন প্রার্থী রয়েছেন।
১১টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৮৩জন। এরমধ্য পুরুষ ভোটার সংখ্যা ৯৪ হাজার ৫১৫জন এবং মহিলা ভোটার ৮৮ হাজার ৩৬৮ জন।
রাজারাগাঁও ইউনিয়ন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯৫১৬জন এদের মধ্যে পুরষ ১০০৯৩জন, মহিলা ভোটার ৯৪২৩জন।
বাকিলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯৯২৭জন। এদের মধ্যে পুরুষ ১০৪৬৫জন, মহিলা ভোটার ৯৪৫৬জন।
কালচোঁ উত্তর ইউনিয়নে মোট ভোটার ১৩৩৩২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬৮৫৭জন, মহিলা ভোটার ৬৪৭৫জন।
কালচোঁ দক্ষিণে ইউনিয়নে মোট ভোটার ২২৬১২। এদের মধ্যে পুরুষ ১১২২৮, মহিলা ভোটার ১১৩৮৪জন।
৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার ২৯৫৩০জন। এদের মধ্যে পুরুষ ১৪৮৬৫জন, মহিলা ১৪৬৬৫জন।
বড়কুল পূর্ব ইউনিয়নে ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মোট ভোটার ২০৩৮৫জন। এদের মধ্যে পুরুষ ১০৬৫৬জন, মহিলা ৯৭২৯জন।
৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৪৪৩৬জন। এদের মধ্যে পুরুষ ৭৩৯০জন, মহিলা ৭০৪৫জন।
৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে মোট ভোটার ১৭০০৭জন। এদের মধ্যে পুরুষ ৮৮০১জন, মহিলা ৮২০৬জন।
৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মোট ভোটার ১৭২৭২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৮৬৫জন, মহিলা ভোটার ৮৪০৭জন।
১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৫৬২৭। এদের মধ্যে পুরুষ ৮০০০, মহিলা ৭৬২৭জন।
১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১২৩২৭জন। এদের মধ্যে পুরুষ ৬৩৯০জন, মহিলা ৫৯৮৪জন।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ জানান, হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তার বলয় সৃস্টি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। র্যাব-বিজির পাশা-পাশি মাঠে থাকবে পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসার বাহিনী।