... বিস্তারিত
হাজীগঞ্জে ২য় মেয়াদে মেয়র নির্বাচিত আ’লীগ প্রার্থী লিপন
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো মেয়র পদে নির্বাচিত হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আ স ম মাহবুব উল আলম লিপন। তিনি ২৩ হাজার ২’শ ১২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এ নির্বাচনে বিএনপি প্রার্থী মান্নান ধানের শীষ নিয়ে ১১ হাজার ৬’শ ৪৫ ভোট পেয়ে পরাজিত হন।
৩০শে জানুয়ারি শনিবার রাতে বেসরকারিভাবে এই ফলাফলটি হিলশা নিউজ কে নিশ্চিত করেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো.তোফায়েল হোসেন।
এর আগে শনিবার সকাল ভোট শেষ হওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। এ নির্বাচনে মেয়র পদে ২ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এতে ভোটার সংখ্যা ছিলো ৪৫ হাজার ৩শ’ ৪৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৯’শ ৫৫ জন এবং মহিলা ভোটার ২২ হাজার ৯’শ ৩৩ জন। যারমধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৩৫ হাজার ২’শ ৬ জনের। তবে এদিনে অবৈধ ও বাতিল ভোটের সংখ্যা ছিলো ৬’শ ৯৫টি।
এদিকে ভোটে বিজয়ী হওয়ার পর পুরো হাজীগঞ্জ জুড়ে বিজয় উল্লাসে মেতে উঠে নৌকার কর্মীসমর্থকগণ।