হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২৩-২৪ অর্থ বছরের ১১৫কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে পৌর ভবনের হলরুমে সাংবাদিক ও কাউন্সিলরদের উপস্থিততে এ বাজেট উপস্থাপনা করেন মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ১’শত ১৫কোটি ৪লক্ষ এক হাজার ৫শ টাকা প্রস্তাবিত বাজেটে মধ্যে নিজস্ব (রাজস্ব) খাতে আয় ধরা হয়েছে।
নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই আরোপিত এই বাজেটে মোট ব্যয় ১১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
পৌর বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, কর নির্ধারক মো. আবু ইউছুফ, টিএলসিসি সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক ও ডা: পেয়ারা বিল্লাল।
ওইসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল-২ মো. আজাদ হোসেন মজুমদার ও প্যানেল মেয়র-৩ রোকেয়া বেগম, কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মো. নুরন্নবী সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, মো. বিল্লাল হোসেন, মো. শাহআলম প্রমুখ।