সংবাদদাতাঃ হাজী মজুমদার হেল্প এসোসিয়েশনের উদ্যোগে বয়স্ক নারী-পুরুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে মতলব দক্ষিণ উপজেলার চিরায়ূ, নাটশাল ও পার্শ্ববর্তী উপজেলা হাজীগঞ্জের চাইরানি গ্রামের সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক নারীকে একটি করে শাড়ি প্রদান করা হয়। প্রত্যেক পুরুষ ঈদ উপহার হিসেবে একটি করে লুঙ্গি পেয়েছেন।
অস্ট্রিয়া থেকে ভিডিও বার্তার মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলী মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী শাহ আলম মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ মজুমদার, সাংবাদিক আবু সায়েম মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত হাজী মজুমদার হেল্প এসোসিয়েশন স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।