হিলশা নিউজ রিপোর্টঃ হাজেরা বেগম। যিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি। তিনি চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খানের মমতাময়ী মা।
৪ মে বৃহস্পতিবার রাতে এমন খবর পেয়ে হাসপাতালে তাঁকে দ্রুত দেখতে যান চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ।
এসময় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমরেশ দত্ত জয়,প্রচার সম্পাদক শ্যামল সরকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন ‘হিলশা নিউজ’-কে বলেন, আমাদের ক্লাবের নূর মোহাম্মদের মমতাময়ী মা অসুস্থত হয়ে চিকিৎসাধীন। তাই তাকে দেখতে এসে তাঁর শারিরীক খোঁজ খবর নিয়েছি। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।