স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম খান অসুস্থজনিত কারনে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ীতে ফিরেছেন।
৪ মে বৃহস্পতিবার বিকালে তাঁর লক্ষীপুরস্থ বাসায় আসেন চাঁদপুরের আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনির বড় ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর পৌরসভার প্যাণেল মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ অন্যরা।
এসময় নেতৃবৃন্দ সেলিম খানের শারীরিক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।