স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের পুরানবাজারের সাহাবাড়ী হতে সুজন সাহা নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৮ জুলাই মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক শেখ।
তিনি জানান, আমার ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত সাহা বাড়ীতে এক যুবকের গলিত লাশের গন্ধ বের হয়। বিষয়টি আমি দ্রুত থানা পুলিশকে অবগত করেছি।
জানা যায়, গলিত লাশের যুবক চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির আপন ছোট ভাই। সে সাহাবাড়ীতে একাই একটি একতলা বিল্ডিংয়ে বসবাস করতো। ব্যাক্তি জীবনে তিনি বিয়ে করেননি।
এ বিষয়ে সুজনের মেঝো ভাই সুমন সাহা বলেন, এটি হচ্ছে কয়েক দিনের পুরানো লাশ। সে একজন সফল ব্যবসায়ী ছিলো। তার সাথে টাকা পয়সা লেনদেনের ঘটনা আছে। আমরা ৩ ভাইয়েরা সবাই আলাদা থাকায় তার সাথে তেমন একটা যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে সুজনের বড় ভাই ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা বলেন, আমার ভাইয়ের মৃতদের কয়েকদিনের পুরানো ধারণা করছি। তবে এটি কি স্ট্রোক করে মারা গেলো নাকি অন্য কিছু তা এখনি বলতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবী করছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, আমরা ফ্লাট বাসা হতে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুতই এই লাশের বিস্তারিত উদঘাটন করা সম্ভব হবে।
এসময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মাসহ পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।