স্টাফ রিপোর্টারঃ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব, ঢাকাস্ত চাঁদপুর অফিসার্স কল্যাণ সমিতির মহাসচিব, ঢাকা বিসিএস এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান বলেছেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর ক্ষেত্রে চাঁদপুরের ইতিমধ্যে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে হিলশা নিউজ।
সময়ের সংবাদ সময়ে পেয়ে যাওয়ার মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল হিলশা নিউজ এর কর্মীগণ চাঁদপুর কে বিশ্ববাসীর দরবারে সুন্দরভাবে তুলে ধরবে এবং এগিয়ে নিবে এটাই প্রত্যাশা করছি। আমি সত্যের টানে শব্দবুনন স্লোগান লালন করা হিলশা নিউজ অনলাইন নিউজ পোর্টালটির সফলতা কামনা করছি।
২৩ এপ্রিল রোববার রাতে চাঁদপুর সার্কিট হাউজে হিলশা নিউজ প্রসঙ্গে তিনি এ সফলতা কামনা করেন।
এসময় হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক অমরেশ দত্ত জয়,চাঁদপুর জেলা বঙ্গবন্ধুর ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আলী, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক শ্যামল সরকার উপস্থিত ছিলেন।
এর আগে যুগ্ম সচিব হাবিবুর রহমানের সাথে ফুলেল অভ্যর্থনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক অমরেশ দত্ত জয়।