মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিজি, সহ-সভাপতি মোঃ ইউনুছ শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী।
৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুহাম্মদ কাউছার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ ও ছাত্রলীগ নেতা শাহজালাল খানের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন,সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসনাত নয়ন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান টিটু প্রমূখ।
সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কায়ছার ও সাধারণ সম্পাদক হয়েছেন জুয়েল শেখ। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করেন সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।