সাগর আচার্য্যঃ চাঁদপুর শহরে মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএনসি।
সোমবার (২২ আগস্ট) রাতে তাদেরকে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোঃ মাঈনুদ্দিন (২৪) এবং ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মোঃ কামাল মিয়াজী (৩০)।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এসব তথ্য জানিয়ে বলেন, আমরা প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা সমমূল্যের মাদক অর্থাৎ ১১ কেজি গাঁজা উদ্ধার করেছি।এরসাথে জড়িত দুই মাদক কারবারীকেও গ্রেফতার করে নিয়মিত মাদক মামলা দিয়েছি। আমাদের এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।