শ্যামল সরকারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজীর ব্যাক্তিগত উদ্যোগে ১শ’ অসহায় নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ারল্যাস বাজার মোড়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এমন উদ্যোগ প্রসঙ্গে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজী বলেন, আমি সবসময়ই ছাত্রলীগের ব্যণারে মানবিক কার্যক্রম করে থাকি। আর সেজন্যই প্রতিবারের মতো এবারো রমজানের শুরুতেই আমি আমার সাধ্যমতো শতাধিক নারীকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমি যাতে এমন মানবিক কাজ সবসময় অব্যাহত রাখতে পারি এজন্য সকলের দোয়া চাই।
এসময় অনুষ্ঠানে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী,সহ-সভাপতি সুলতান গাজী, চাঁদপুর পৌর যুবলীগ সদস্য শিপন পাটওয়ারী,চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউছুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, ওয়ার্ড যুবলীগ নেতা রনি গাজী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজন খান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা হৃদয়, প্লাবন, অন্তর, নাজমুল, সুজনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।