স্টাফ রিপোর্টারঃ ১৩ এপ্রিল কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
৫ এপ্রিল বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কার্যালয়ে এ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এম কামালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন পাটওয়ারী।
এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনসার্জ এর প্রতিনিধি এএসআই হেলাল উদ্দিন।
এসময় মোবাইল ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক সালেহ আহমেদ জিন্না, সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সভায় চাঁদপুর সদর মডেল থানার এসআই ও কল্যাণপুর ইউনিয়ন ৩নং বিট পুলিশিং অফিসার এসআই মোঃ শাহরিন হোসেন, কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর, সাধারণ মোঃ লোকমান গাজী, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ জামাল গাজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস পাটওয়ারী, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফেজ খান, সাধারণ সম্পাদক ইলিয়াস গাজী, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি আঃ জলিল সরকার, সাধারণ সম্পাদক হযরত আলী পাটওয়ারী, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিকির রহমান, সাধারণ সম্পাদক আঃ মালেক, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শরিফ উল্লাহ সরকার, মোঃ আমিন পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা শেষে ইফতার মাহফিল নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রধান বক্তা ইলিয়াস চৌধুরী তার বক্তব্যে বলেন, আগামী ২১ রমযান অর্থাৎ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর ইফতার মাহফিলের দিন ধার্য করেন। ঐদিন ইফতারে সবাইকে উপস্থিত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।