... বিস্তারিত
১৫,১৬ ও ১৭ জানুয়ারি চাঁদপুরে চরমোনাই নমুনায় তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল
হিলশা নিউজঃ চাঁদপুরে ১৫,১৬ ও ১৭ জানুয়ারি চরমোনাই মাহফিলের নমুনায় তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। শহরের পুরাণবাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে বৃহৎ পরিসরে এ মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা এ মাহফিলের আয়োজন করেছে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
শুক্রবার জুমার মাধ্যমে মাহফিলের উদ্বোধনী কার্যক্রম শুরু হবে এবং সোমবার বাদ ফজর মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।
ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবার পথে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ মাহফিলে বয়ান করবেন।এতে লক্ষাধিক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক কমিটি।