শ্যামল সরকারঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নিম্ন লিখিত কর্মসূচী গ্রহন করা হয়েছে।
১৪ আগষ্ট রবিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৫ই আগস্ট সকাল ৮ ঘটিকায় কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর ম্যাুরালে শ্রদ্ধা নিবেদন, স্থান: চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ।
বাদ যোহর বাইতুল আমিন জামে মসজিদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা। দুপুর ২ ঘটিকায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে দুস্থদের মাঝে খাবার বিতরন।
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এ্যাড. হেলাল হোসেন ও সাধারন সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল উল্লেখিত কর্মসূচি সফল করার জন্য চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সকল পর্যায়ের নেতা কর্মীদের বিনীত অনুরোধ জানিয়েছেন।