হিলশা নিউজ রিপোর্টঃ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা কে নিয়ে প্রতিবারের মতো এবারো চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের উদ্যোগে রথযাত্রার প্রস্তুতি নেয়া হয়েছে।
২০ জুন মঙ্গলবার নতুনবাজর ঘোষপাড়া হতে এ রথ বের করা হবে।
বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা।
তিনি বলেন, সকল সনাতনীর অংশগ্রহণে এবারো শারদাঞ্জলী ফোরামের পক্ষ হতে রথযাত্রা করা হবে। ঐদিন সকাল সাড়ে ১১টায় পূজা ও ভোগরাগ, দুপুর ২টায় জননী ভবনে প্রসাদের আয়োজন রয়েছে। বিকাল ৫টায় আমরা আনন্দঘন পরিবেশে রথটি বের করবো। এই রথযাত্রা উৎসব সফল করতে সকলের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি।