চয়ন ঘোষঃ নতুন কমিটি করার আশায় এবং দলকে সুসংগঠিত করতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে ২০০১ সালে অনুমোদন পাওয়া চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির মেয়াদ বহু আগে শেষ হলেও গত ২০ বছর যাবৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংগঠনের কার্যক্রম।এমনটি বর্তমান স্বেচ্ছাসেবকলীগের চাঁদপুর জেলা কমিটির কাছে মৌখিক অভিযোগ করে জানিয়েছে মতলব দক্ষিণের সংগঠনপ্রেমী তৃণমূল নেতৃবৃন্দ।
বিষয়টি ‘হিলশা নিউজ‘-কে নিশ্চিত করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা।
তৃণমূল নেতাকর্মী ও সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, ২০০১ সালে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির আহ্বায়ক সাহির পাটোয়ারী স্বাক্ষরিত এক পত্রে মতলব দক্ষিণে শাহ আলম ফরাজীকে আহ্বায়ক ও শ্যামল দাসকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি গঠনের পর হতে এখন পর্যন্ত এই ২০ বছরে উপজেলা পর্যায়ে তেমনকোন উল্লেখযোগ্য কার্যক্রম নেই।
মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবাইত আহমেদ উৎস, সাবেক ছাত্রনেতা টুটুল পাটোয়ারী ও পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন ‘হিলশা নিউজ‘-কে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে মতলব দক্ষিণ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে নতুন কমিটি গঠনের বিকল্প সিদ্ধান্ত কিছু হতে পারেনা।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহ আলম ফরাজীর ও যুগ্ম আহ্বায়ক শ্যামল দাসের।
এদিকে তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ অবহিত হয়েছেন জানিয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমরা মেয়াদউর্ত্তীর্ণ মতলব দক্ষিণসহ জেলার সকল ইউনিটের স্বেচ্ছাসেবকলীগের শাখাগুলো শক্তিশালী করতে সম্মেলনের মাধ্যমে দ্রুতই কমিটি প্রদান করে দিবো। বিশেষ করে মতলব দক্ষিণ ও উত্তরের সর্বস্তরের নেতৃস্থানীয়দের মতামত নিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ও যাদের হাতে কমিটি দিলে সংগঠন উপকৃত হবে। তাদেরকে বাছাই করেই স্বেচ্ছাসেবক লীগের নতুন শাখা কমিটিগুলো অতিশীঘ্রই গঠন করা হবে।