মমিনুল ইসলাম: বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শহিদুল্লা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খলিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার আখিঁ, জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয় সম্পাদক সুজন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আবু হানিফ অভি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ করতে এবং প্রগতিশীল ধারাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধ সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।