এফ এ মানিকঃ ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদগঞ্জে শিল্পপতি ও সমাজসেবক এবং চাঁদপুর-৪ সংসদীয় আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের পক্ষে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড হতে নানাস্থন ঘুরে একই স্থানে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগ নেতা পাভেল পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা আব্দুল গাফফার সজীব, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, ইউপি সদস্য নান্টু মিজি, যুবলীগ নেতা মিঠুন পাটোয়ারী, শিমুল পাটোয়ারী, ইসমাইল হোসেন পাটোয়ারী, মাসুম পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, আবু জাফর, আব্দুর রহিম নীলাফ, রিপন পাটোয়ারী, আনোয়ার হোসেন, শাহাদাত তপাদার আরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, শ্রমিকলীগ কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশ্যে নিক্ষিপ্ত গ্রেনেড হামলার মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল তৎকালীন বিএনপি জামাত জোট সরকার। আল্লাহর অশেষ মেহেরবানীতে বঙ্গবন্ধু কন্যা সেসময় প্রাণে বেঁচে যান। তাই আমরা ওই গ্রেনেড হামলাকারীদের বিচার দাবি করছি।
বক্তারা আরো বলেন, ফরিদগঞ্জকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সিআইপি জালাল আহমেদের বিকল্প নাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে সিআইপি জালাল আহমেদকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।