... বিস্তারিত
২৩শে অক্টোবর শহীদ রাজুর বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
অমরেশ দত্ত জয়ঃ ২৩শে অক্টোবর ১৯৯০ এর গণআন্দোলনে নিহত শহীদ জিয়াউর রহমান রাজুর এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো আতাউর রহমান পাটোয়ারীর বাবা মরহুম আলহাজ্ব মো. ফজলুর রহমান পাটোয়ারীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হবে।
জানা যায়, ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে রাষ্ট্রীয় ভাবে স্বস্ত্রীক হজ্ব পালন করতে যান মরহুম ফজলুর রহমান পাটোয়ারী। পবিত্র হজ্ব পালন শেষে ২০১৪ সালের ২৩শে অক্টোবর বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে সৌদি আরবের মদিনায় তিনি মৃত্যুবরন করেন। পরে তাকে মদিনায় জান্নাতুল বাকীতে দাফন করা হয়।
এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে ‘হিলশা নিউজ‘-কে জানানো হয়, শুক্রবার চাঁদপুরের আবদুল করিম পাটোয়ারী সড়কস্থ তালতলা পাটোয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমের পরিবারের আয়োজনে তার রুহের মাগফেরাত কামনা করে কোরানখানী এবং দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
