হিলশা নিউজ রিপোর্টঃ উচ্ছ্বাসিত কন্ঠে গান গেয়ে এবং তালে তালে ঢেউ খেলে চাঁদপুর মাতাতে আসছেন জেমস ও ডিজে পরীসহ একাধিক তারকারা।
আগামী ২৪ এপ্রিল শুক্রবার চাঁদপুর ষ্টেডিয়ামে এসএসসি ২০০০ ব্যাচের পুনমির্লনী অনুষ্ঠানে তারা স্টেজ কাপাতে আসছেন।
বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিমুল হাসান সামনু।
তিনি বলেন, আমরা বন্ধুরা এক জমকালো মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি। সেখানেই জেমস ও ডিজে পরীসহ তারকারা আসবেন মঞ্চসহ দর্শক মাতাতে। আমাদের অনুষ্ঠানে বন্ধুরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের গুণিজনরা উপস্থিত থাকবেন।