প্রেস বিজ্ঞপ্তিঃ জ্বালানি (তেল, ডিজেল), দ্রব্যমূল্য উর্দ্ধগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আর এই হরতালকে সফল করতে এর সমর্থনে ১৯ আগস্ট শুক্রবার চাঁদপুর শহরের বাবুরহাট, ওয়্যারলেছ বাজার ও বাসস্ট্যান্ডসহ নানাস্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এসব পথসভায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চাঁদপুর জেলা কমিটির অন্যতম সদস্য জি এম বাদশা।
পথসভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর জেলা কমিটির সদস্য রহিমা আক্তার কলি।
সভায় নেতৃবৃন্দ বলেন, দফায় দফায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ এখন দিশেহারা। ব্যবসায়ী সিন্ডিকেটদের প্রেসক্রিপশনেই যেনো সরকার দেশ চালাচ্ছে। জনগণের জীবন জীবিকার চিন্তা সরকারের মোটেও নেই। তাই এই সরকারের অবস্থান তলানিতে গেছে। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমালে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা-দুপুর ১২টা পর্যন্ত হরতালের পর আরো হরতালের কর্মসূচি আসবে।
এ সময় নেতৃবৃন্দ আগামী ২৫শে আগস্টের হরতাল সফল করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।