স্টাফ রিপোর্টারঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর-৩ আসনে(সদর ও হাইমচর) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের উদ্যোগে আলোচনা সভা, পবিত্র কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের সিটি নিয়ন গ্রুপের কার্যালয়ে এ আয়জন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি শওকত আলী,আশিকাটি ইউপি প্যাণেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খানসহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও এতিম শিশুগণ।
অনুষ্ঠানে আলহাজ্ব রেদওয়ান খান বোরহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তি পেয়েছে। তার নেতৃত্বে আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি। তাই এই রমজান মাসে আমরা সবাই নেত্রীসহ সবার জন্য দোয়া করছি।
এসময় তিনি প্রতিদিন তাঁর কার্যালয় হতে অসহায়দের মাঝে সেহরি বিতরণের ঘোষণা দেন।