স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’-এর পাদদেশে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।
২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনার পর তারা এ শ্রদ্ধা জানায়।
যদিও তাদের পূর্বে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এর পরপরই অঙ্গীকারে পাদদেশে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধার সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক কবীর আহম্মেদ, পুলিশ পরিদর্শক আতিকুর রহমান, পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, পুলিশ পরিদর্শক শামীম আহমেদ, এস আই মোঃ সফিকুল ইসলাম, এস আই রিয়াদ মহিউদ্দিন, এস আই মোঃ শরীফ উল্লাহ, এস আই ফারুক হোসেন, এ এস আই মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।