হিলশা নিউজ রিপোর্টঃ সনাতনধর্মালম্বীদের অন্যতম তীর্থস্থান বারদীর উদ্দ্যেশ্যে চাঁদপুরের পুরানবাজার হতে লঞ্চ যাত্রার আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো এই উদ্যোগ নিয়েছে পুরাণবাজার ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটি এবং লোকনাথ শিব সংঘ।
২৩ মে মঙ্গলবার ‘হিলশা নিউজ’-কে বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার লোকনাথ শিব সংঘের প্রতিষ্ঠাতা সুজিত ঘোষ সূর্য।
জানা যায়, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান উৎসব উপলক্ষে চাঁদপুর থেকে সনাতনী ভক্তবৃন্দের জন্য বারদীর উদ্দ্যেশ্যে এই লঞ্চ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। লঞ্চযাত্রায় আসা এবং যাওয়া বাবদ সনাতনী ভক্তদের জন্য নুন্যতম ফি ধরা হয়েছে। এরমধ্যে ১০ জনের পারিবারিক কেবিন(এসি) ৮ হাজার টাকা, ৬ জনের একটি ভিআইপি কেবিনের (এসি) জন্য ৬ হাজার টাকা, ৩ জনের একটি ডাবল কেবিনের (এসি) জন্য আড়াই হাজার টাকা, ২ জনের একটি সিঙ্গেল কেবিনের জন্য দেড় হাজার টাকা, শোভন চেয়ার ৫শ’ টাকা, সেকেন্ড ক্লাস ৪শ’ এবং ডেক এ আসন পেতে ৩শ’ টাকা দিতে হবে।
এ বিষয়ে পুরানবাজার লোকনাথ শিব সংঘের প্রতিষ্ঠাতা সুজিত ঘোষ সূর্য ‘হিলশা নিউজ’-কে বলেন, লঞ্চটি অনেক বড় লঞ্চ এবং বিলাসবহুল। আমরা আরামদায়ক এই লঞ্চযাত্রায় সকল সনাতনীর জন্য দুপুরের খাবার এবং আসা যাওয়ার সময় ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। যারা যেতে ইচ্ছুক সকলকে পুরাণবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন ১০ নং ঘাটে চলে আসার আহ্বান জানাচ্ছি। অগ্রীম টিকেট প্রাপ্তির জন্য যোগাযোগ করতে পারেন (সুজিত ০১৮৩৪৩৭২৫৪৮), (কুষি ০১৭১২২৩৩৪৪৮), (অভি ০১৮২৫১৭৬৩১৩)।