রিয়ন দেঃ আনুমানিক ২ লক্ষ টাকার বালু বহন করতে গিয়ে সমন্বয়হীনতার কারনে প্রায় কোটি টাকা মূল্যের কার্গো জাহাজ চাঁদপুরের ডাকাতিয়ায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে ওই কার্গো জাহাজটি শহরের রঘুনাথপুরে সাবেক এআরবি ব্রিকফ্রিল্ড ঘাটের পাশে নোঙ্গর করে রাখ রয়েছে।
ঘটনা প্রসঙ্গে খোঁজ-খবর নিয়ে জানা যায়, এমভি পি এম লিটন কার্গো জাহাজ ছাতক হতে খুলনা কাস্টম ঘাটের উদ্দ্যেশ্যে বালু লোড করা অবস্থায় সেখানে জাহাজে ছোট ছোট লোড করতে আসা বালুর ট্রলারের সাথে আকস্মিক ধাক্কা লেগে সাময়িক ক্ষতি হয়। তাৎক্ষনিক জাহাজে থাকা মাষ্টার জাহাজের পরিচালক তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে। তখন তাজুল ইসলাম জাহাজ মাস্টারকে ক্ষতি থেকে রেহা পেতে জাহাজে থাকা মাস্টারের সাথে আলোচনা করেছেন। তখন সোডা সিমেন্ট দিয়ে পানি ঢোকা সাময়িক বন্ধ করে লিকেজ সাঁড়ানো হয়।
খোঁজ-খবর নিয়ে আরও জানা যায়, পরবর্তীতে যে পরিমান বালু লোড হয় ঐ পরিমান মাল নিয়ে ৩১ জুলাই রোববার জাহাজটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরে ছাতক থেকে ছেড়ে জাহাজটি লিপসা চলে আসে। কিন্তু জাহাজে থাকা মাস্টার এবং ড্রাইভার বাদে এ পরিস্থিতিতে অন্য সকল স্টাফ ঝুঁকি এড়াতে পলায়ন করে। কেননা জাহাজটিতে হওয়া লিকেজ দিয়ে চলন্ত অবস্থায় ততক্ষণে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতে শুরু করে। যা দেখে স্টাফরা দেখে পালিয়ে যায়। এরপর লিপসা থেকে অন্য জাহাজের স্টাফ পাঠিয়ে সতর্কতারসহিত পুনরায় জাহাজটি ধীরে ধীরে রওনা হয়ে চাঁদপুর পর্যন্ত আসতে সক্ষম হয়। জাহাজটি চালু অবস্থায় অতিরিক্ত পানি উঠায় জাহাজের পাম্প দিয়েও ওই পানি নিষ্কাশন সম্ভব হয়নি। এ অবস্থায় জাহাজটি খুলনার উদ্দ্যেশ্যে না গিয়ে ৪ আগস্ট বৃহস্পতিবার ১১ টায় চাঁদপুর ডাকাতিয়া নদীর রঘুনাথপুর এলাকায় নোঙ্গর করতে হয়।
এ ব্যপারে এমভি পি এম লিটন কার্গো জাহাজ পরিচালক তাজুল ইসলাম বলেন, মালের পার্টি এবং ট্রান্সপোর্ট আলোচনা সাপেক্ষে জাহাজটি থেকে মাল দ্রুত খালাস করা না হয়। তাহলে জাহাজটি যেকোন মূহুর্তে ঢুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে এ ঘটনায় ট্রান্সপোর্টের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ করার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরকারী খুলনা তাকওয়া ট্রান্সপোর্টের প্রতিনিধি আল আমিন বলেন, আমরা জাহাজ মালিক, ট্রান্সপোর্ট এবং মালের পার্টি সমন্বয় করে জাহাজ থেকে বালুগুলো দ্রুত খালাস করে খুলনা কিভাবে নেওয়া যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মকবুল জানান,অভিযোগের প্রেক্ষিতে দুপক্ষকে ডেকে জাহাজটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি।