মোঃ হোসেন গাজীঃ ৩রা’ নভেম্বর জেল হত্যাকান্ডে জড়িতদের কঠোর বিচার দাবী করেছে চাঁদপুর জেলা আওয়ামীলীগ।
শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা হত্যা দিবসের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ দাবী জানান নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সন্তোষ দাস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিনয় ভূষণ মজুমদার,জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বক্তারা আরও বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ও জেল হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। মূলত অসাম্প্রদায়িক বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে এবং যুদ্ধ বিধস্ত দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতেই জেল হত্যাকান্ড ঘটানো হয়। আমরা জেল হত্যাকান্ডে জড়িতদের কঠোর বিচার নিশ্চিত করতে কমিশন গঠন করার জন্যও দাবী করছি।
দিবসের আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ এক দোয়া ও মোনাজতে অংশ নেন এবং সবশেষে সবার মাঝে তবারক বিতরণ করেন।