স্টাফ রিপোর্টার: শুধুমাত্র নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ২দিনে ৩০ জন নারীকে কেক তৈরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দিলো চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী।
২২ জুলাই শনিবার পুরানবাজারে প্রশিক্ষণের সমাপনী দিনে বক্তব্য রাখেন প্রশিক্ষক ও বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।
তিনি বলেন, আমরা চাই পিছিয়ে পড়া নারীরা এগিয়ে যাক এবং নিজ উদ্যোগে সাবলম্বী হউক। আর সময়ের সাথে তাল মিলিয়ে সাবলম্বী হতে কেক বানানো ও বিক্রি করা সময়উপযোগী সিদ্ধান্ত। আমরা চাই এখান থেকে যারা কেক বানানো শিখলেন তারা তা সবার জীবনে কাজে লাগাবেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য আরও রাখেন বিজয়ী’র সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, তাসলিমা মুক্তা ও উম্মে আয়মান।
পরে কেক বানানো সম্পর্কে নিজেদের অনুভূতি তুলে ধরেন বিজয়ী’র সদস্য মুনতাহা খান, সীমা খান, ওয়াহিদা ইসলাম, তানজিলা আক্তার, শাহানাজ আক্তার মুন্নি, ইয়াসমিন আক্তার, শারমিন আক্তার, ইফসিতা ইসলাম,প্রিয়া সাহা, রিউ দে,উম্মে কুমকুম,পূজা, শারমিন আক্তার, ছালমা আক্তার, অনুরাধা দাস, রিয়া আক্তার,আমেনা আক্তার জেসমিন,ফারিজা আক্তার, ফেরদৌসী আক্তার,নাদিয়া ইসলাম, ইসরাত জাহান ইতি, আয়েশা আক্তার জান্নাত, ফাতেমা আক্তার জিবু, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, রিতু সরকার, আফরোজা লিজাসহ অন্যান্যরা।