শিমুল অধিকারী সুমনঃ চাঁদপুরের হাইমচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ৩১ দফা জানালেন ছাত্রদল নেতারা।
রবিবার (১০ অক্টোবর) দিনব্যাপী ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন করতে এই ৩১ দফা তুলে ধরা হয়।
এতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু সুফিয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের কাছে ছাত্রদল হচ্ছে সাম্য ও ন্যায় নীতির বিশ্বাসের সংগঠন। সাধারণ শিক্ষাথীদের জ্ঞানের প্রতিভা কে বিকশিত করতে এবং তাদের জন্য বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ছাত্রদলকে ন্যায় নীতির প্রতীক হিসেবে সমাজে তুলে ধরা হচ্ছে। তাদেরকে ছাত্রদলের রাজনীতিতে মনোনিবেশ করাতে আমাদের এই উদ্যোগ। একই সাথে রাষ্ট্র কাঠামো মেরামত করতে ৩১ দফা বাস্তবায়ন জরুরী।
এ সময় চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদল নেতা ইকবাল বাঙালী, সবুজ ভূঁইয়া, সিজান শেখ, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসেন, মালেক রুমি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, চাঁদপুর পৌর ছাত্রদল প্রচার সম্পাদক ফরহাদুল ইসলাম মুন্না সহ অন্যরা উপস্থিত ছিলেন।