জয় চন্দ্র নাগঃ কোরবানিতে ভালো রিষ্ট পুষ্ট গরু চাঁদপুরের লাল মানিক ও কালা মানিকের দাম ৩ লাখ করে চাচ্ছেন সফল খামারি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসান মুন্না। গরুগুলো তিনি গেলো ২ বছর যাবৎ দেশীয় দানাদার খাবার খায়িয়ে এবার কোরবানীতে বিক্রির জন্য প্রস্তুত করে রেখেছেন।
৯ জুন রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরানবাজারের পূর্ব শ্রীরামদীতে ঢালী বাড়ীতে স্বপ্ন ডেইরী ফার্ম এন্ড এগ্রোতে গেলে গরু ২টিকে দেখা যায়।
জানা যায়, ফার্মটিতে হাসিব ব্রাহামা, শাহী ওয়াল, ফ্রিজিয়াম ও দেশীসহ বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করেন। প্রতি বছর কোরবানীতে এই ফার্ম থেকে ভালো মানের গরু বিক্রি করা হয়।
এ বিষয়ে স্বপ্ন ডেইরী ফার্ম এন্ড এগ্রোর সত্ত্বাধিকারী হাসিবুল হাসান মুন্না বলেন, ব্রাহামা জাতের লাল মানিক ও শাহী ওয়াল জাতের কালো মানিকের ওজন ১৫ থেকে ১৮ মণ হবে। খামারে রেখে গেলো দুই বছর যাবৎ গরুগুলোকে দেশীও দানাদার খাবার হিসেবে গমের ভূষি, খৈল, মুসরির ভূষি, ধানের কুরা, সোয়াবিনের ভূষি, খর আর নিজেদের ক্ষেতের সবুজ ঘাস কেটে খায়িয়েছি। গরু দুটি রিষ্ট পুষ্ট ও দেখতে খুব সুন্দর এবং এগুলোকে দেখভাল করতে ২ জনের এখানে কর্মসংস্থান দেয়া হয়েছে।
তিনি বলেন, আমি প্রায় ২০ বছর যাবৎ গরু লালন পালন করছি। তবে আমার ফার্মের বয়স মাত্র ৪ বছর। যেখান হতে প্রতি বছরই আমি কোরবানী ঈদে গরু বিক্রি করে থাকি। গো খাদ্যের দাম বেশি। তারমধ্যেও অন্যান্য বছরের ন্যায় এবারো ফার্মটিতে ৭ মণ থেকে ১৫/১৮ মণ ওজনের বেশ কয়েকটি গরু কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। যেগুলো ১ লাখ থেকে শুরু করে ৩ লাখ টাকায় ফার্মে এসে দেখে দরদাম করে কেনার সুযোগ রয়েছে। আশা করি যারা গরুগুলো কিনবেন তারা অবশ্যই ভালো মানের গরু কেনার আনন্দ পাবেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জ্যোতির্ময় ভৌমিক বলেন, ছোট বড় সকল ফার্মে কোরবানীকে ঘিরে গরু মোটাতাজা করার বিষয়ে যাতে অসাধু উপায়ে ঔষুধ কিংবা অন্য পথ অবলম্বন করা না হয়। সে দিকে নজর রেখেছে প্রাণী সম্পদ কার্যালয়। কেউ অসাধু উপায়ের কোন তথ্য পেলে অবশ্যই আমাদেরকে জানানোর অনুরোধ রইলো।