ফরিদগঞ্জ সংবাদদাতাঃ সারাদেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ উপহার ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচি পালন করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল (রবিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের হল রুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ।
এসময় তিনি ইউনিয়নে ১২৯৫ টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপিঃ সচিব দেলোয়ার হোসেন, ইউপিঃ সদস্য আব্দুল কাদের পাটওয়ারী, জিলন পাটওয়ারী,মাছুম বিলাহ,হারুন তপদার,মহিলা ইউপিঃ সদস্য ঝর্ণা বেগম,কইতুরি বেগম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপকার ভোগী জনসাধারণ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।