মজিবুর রহমানঃ ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অলিখিত এক ভাষণকে স্বকৃীত দেওয়া হয় জাতীয় ভাবে।
এরপর থেকেই প্রতি বছরই উদযাপন করা হয় ঐতিহাসিক ৭ই মার্চ। দিনটি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন ও গীতা পাঠ করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনীল দেউড়ি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্যালিকনফারেন্সে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে ওই সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ,উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী।
অনুষ্ঠানে এই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকু্জ্জামাল শামীম ও হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন’সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।