স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছাতে চাঁদপুর-৩ আসন এলাকায় সফরে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী।
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টায় সড়ক পথে তিনি রওনা হয়ে এই সফর শুরু করবেন। জানা যায়, ৩দিনের এই সফরে সকাল ৯টায় হাজীগঞ্জের বলাখালে শ্রী শ্রী গৌর গোপাল জিউর মন্দির ও আখড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন। সকাল ১১টায় হাইমচরে প্রয়াত মুক্তিযোদ্ধা মফিজ পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোতালেব জমাদার,সাবেক উপজেলা চেয়ারম্যান কায়কোবাদ চুন্নু সরকার ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীসহ সদ্য প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর দুপুরে সমাজ সেবক রফিকুল ইসলাম রনির বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিবেন। বিকেল ৩ টায় হাইমচর মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসিবে যোগ দিবেন। পরে সদরে সন্ধ্যায় শহরের চিএলেখার মোড়স্হ তার নিজ বাস ভবনে শিক্ষক সমাজের নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হবেন এবং রাতে ইচুলী মহাশ্মশানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিবেন। পরে ফরাক্কবাদের নিজ বাড়িতে রাত্রী যাপন করবেন।
আরও জানা যায়, ২য় দিন শুক্রবার সকালে সদরের রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন। বিকেলে মহামায়া লোধের গাঁওয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিবেন। রাতে নিজ বাসায় রাত্রী যাপন ও পরদিন শনিবার সকালে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়াও সফরের নানা সময়ে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া শেষে বিকেলে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, এসব প্রোগ্রামে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল পাটওয়ারীসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্হিত থাকবেন।