স্টাফ রিপোর্টারঃ ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তার আমরা’ স্লোগানে গঠিত চাঁদপুর সাহিত্য ফোরাম এর কার্য নির্বাহী কমিটির ১ম সভা আজ ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৬টায় স্বাধীনতার স্বপক্ষের শক্তির মুক্তমনা সাহিত্যিক এবং সাহিত্য অনুরাগীগণের এ সংগঠনের সদস্যরা এ সভায় চাঁদপুর সাহিত্য একাডেমীতে উপস্থিত হবেন।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সাহিত্য ফোরাম এর সদস্য সচিব অমরেশ দত্ত জয়।
তিনি বলেন, আমরা আজ কার্যনির্বাহী কমিটির সভায় শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি, সংগঠনের লোগো উন্মোচন, আগামী ৬ (ছয়) মাসের কর্ম পরিকল্পনা, অভিষেক নিয়ে আলোচনা, অর্থ সংক্রান্ত আলোচনাসহ সংগঠনকে গতিশীল করার নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিবো।
এ বিষয়ে চাঁদপুর সাহিত্য ফোরাম এর আহ্বায়ক মাহাবুবুর রহমান সেলিম বলেন, সাহিত্য অঙ্গনে এ জেলার সবচেয়ে বড় প্লাটফর্ম হবে চাঁদপুর সাহিত্য ফোরাম। যেখানে নবিন প্রবীণ সবাই মিলেমিশে সাহিত্য চর্চার সুযোগ পাবে। আমরা চাই স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাহিত্যমনা সকলে এই প্লাটফর্মে এসে নিজের চিন্তাধারায় চাঁদপুরকে এগিয়ে নিবে। আমরা যাতে সফল ও সুন্দরভাবে চাঁদপুর সাহিত্য ফোরামকে এগিয়ে নিতে পারি এজন্য সকলের দোয়া চাচ্ছি।