জয় চন্দ্র নাগঃ ঈদের খুশি ছড়িয়ে দিতে রাস্তায় দূর্দান্ত পারফরমেন্স করতে চাঁদপুর শহরের ওয়ারল্যাস বাজারে বিশেষ ছাড়ে গ্রাহকরা বাইক কিনতে পারছেন। আর এই ছাড় দিচ্ছেন উত্তরা মোটরস অনুমোদিত ডিলার মেসার্স ঝীল মোটরস। একই সাথে তারা সার্ভিস পয়েন্টে গ্রাহকদের পুরাতন বাইকগুলোও মেরামতে যত্ম নিচ্ছেন।
২৭ মার্চ বুধবার সকালে মেসার্স ঝীল মোটরসে গেলে বাইকের ওপর এই মূল্য ছাড়ের বিষয়টি জানা যায়।
সেবাদানকারীগণ জানান, ঝড়ো গতি এবং নতুনত্বের ছোঁয়ায় আধুনিক মডেলের পালসার এন ওয়ান ৬০ ও এনওয়ান ৫০ বাইকগুলোতে ১০ হাজার টাকা এবং বাজাজ ডিসকভার ১১০ ও ১২৫ সিসির বাইকগুলোতে ৬ হাজার টাকা পর্যন্ত বিশেষ মূল্য ছাড় অফার চলছে। যার কারনে ঈদকে সামনে রেখে মেসার্স ঝীল মোটর’সে ক্রেতাসমাগমও বাড়ছে। আর এই বাইকগুলি মূলত ইয়াং যুব সমাজের বাইক প্রেমীরা বেশি কিনছেন।
গ্রাহকরা বলছেন, আন্তরিক ব্যবহার ও বাইকের যেকোন সমস্যায় ঝীল মোটরসে এসে ভালো সেবা পাওয়া যাচ্ছে। যার কারনে ছোটখাটো সমস্যা হলেও বাইককে ভালো রাখতে ঝীল মোটরসে নিয়ে আসা স্বভাবে পরিণত হয়েছে।
চাঁদপুর শহরের ওয়ারল্যাস বাজারের মেসার্স ঝীল মোটরস এর পরিচালক আজিজ আখন্দ বলেন, ঈদ আনন্দকে আরো আকর্ষণীয় করে দিতে বাইক প্রেমীদের জন্য মেসার্স ঝীল মোটরস সবসময় আয়োজন রাখে। গাড়ী কিনতে ও সুন্দর সেবা পেতে তাই মেসার্স ঝীল মোটরসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন মডেলের বাইকগুলো মাইলেজও খুব ভালো দেয়। তাই বলবো অফার থাকতে থাকতে সবাই দ্রুত বাইক কিনতে চলে আসুন।
এদিকে বাইক বিক্রিতে গ্রাহকদের আস্থা অর্জন করায় মেসার্স ঝীল মোটরসে প্রতিদিনই বাড়ছে বাইক বিক্রি। আর এ আস্থা ধরে রেখে ব্যবসাকে এগিয়ে নিতে চায় কর্তৃপক্ষ।