মামুন হোসাইনঃ আগামী সাংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে এমপি হওয়ার ইচ্ছায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার ছাড়লেন জাহিদুল ইসলাম রোমান। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পেশায় একজন আইনজীবী।
৮ নভেম্বর বুধবার দুপুরে তিনি ফরিদগঞ্জ আসনে নির্বাচনী প্রার্থীতা জানান দিতে নেতাকর্মীসহ শোডাউন করেছেন।
রোমানের সমর্থকরা জানান, নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে রোমান জয়লাভ করেছিলো। তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই রোমানের পিতা মরহুম সিরাজুল ইসলামও ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবীদ। পিতার আদর্শ ধরে রেখে জনসম্পৃক্ততা ধরে রেখে ফরিদগঞ্জে রোমান ব্যাপক জনপ্রিয় এবং বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠজন।
এদিকে নিজের প্রার্থীতার কথা জানান দিয়ে জাহিদুল ইসলাম রোমান বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে দলের ঐক্যের প্রশ্নে সড়ে দাড়াই। পরবর্তীতে বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে জয়লাভ করি। চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করার পর ফরিদগঞ্জের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাই জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
জাহিদুল ইসলাম রোমান আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন। এরপর আমি ফরিদগঞ্জ আসনে নির্বাচিত হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নৌকা উপহার দেবো। আমার বিশ্বাস, আমি নির্বাচিত হয়ে ফরিদগঞ্জকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে দেশবাসীর সামনে তুলে ধরতে পারবো।