কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার আল ফাতেহা মাদ্রাসার শতাধিক ছাত্র নাশকতার মাধ্যমে মাদ্রাসার পার্শ্ববর্তী আনোয়ার হোসেনের নির্মাণাধীন বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলেছে।
রোববার সকাল ১১টায় কচুয়া পৌরসভায় অবস্থিত আল ফাতেহা মাদ্রাসার শিক্ষকদের উস্কানি ও নেতৃত্বে ছাত্ররা এই ঘটনা ঘটায়। এ নাশকতার সময় মাদ্রাসার শিক্ষকদের সাথে মাদ্রাসার পরিচালনা পরিষদের দুইজন সদস্য মফিজুল ইসলাম ও ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
দুপুর ১টায় বাড়ির মালিক আনোয়ার হোসেনের লোকজন মাদ্রাসার সামনে উপস্থিত জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কচুয়া পৌরসভার মেয়র স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও এসআই মামুনের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ফারুক হোসেন বলেন, তিনি মাদ্রাসার মাঠে ছিলেন। শিক্ষকদের উস্কানিতে ছাত্ররা দেয়াল ভেঙ্গেছে।