মহসীন আলমঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে দরিদ্র শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
২১জানুয়ারী শনিবার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ইউছুফ পাটওয়ারীর পরিবারের পক্ষ থেকে এবার ইউনিয়নব্যাপি প্রায় দেড় হাজার দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আজ ইউনিয়নের ধলাইতলী ও ঘোড়াধারী গ্রামের লোকজনের মাঝে এ শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। সকাল থেকে দরিদ্র লোকজন একটা কম্বল পেতে ভীড় জমায়। পরে তারা কম্বল পেয়ে খুশিতে বাড়ী ফিরেন। এসময় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে মোঃ ইউছুফ পাটওয়ারী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পরিবারের পক্ষ থেকে সাধ্যানুসারে আমি শীতার্ত দরিদ্র লোকজনকে শীতবস্ত্র দিতে চেষ্টা করছি। এতে কিছুটা হলেও দরিদ্র লোকজন শীতের কষ্ট থেকে মুক্তি পাবে। আমি মনে করি এই তীব্র শীতে সামর্থবানরা দরিদ্র লোকজনের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করা। যাতে মানুষ শীতে কষ্ট না পায়। এতে মানবতাও সচল থাকে।